Birbhum

Mar 26 2023, 16:09

*মোদির ৯৯ তম মন কি বাত অনুষ্ঠানে, বগটুই এর স্বজনহারারা*

বীরভূম:রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সকাল ১১ টায় দেশের,ও সর্ব শ্রেণির মানুষ নিয়ে মন কি বাত অনুষ্ঠান হয়। সমাজের উন্নয়ন ও আগামী দিনে কেন্দ্র সরকারের পরিকল্পনা, মণ কি বাত অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দেন গণ মাধ্যমে।দেশের নানা স্থানে বিভিন্ন জনদের পাশাপাশি বীরভূম জেলার রামপুরহাট এলাকার বগটুই গ্রামের স্বজনহারারা ও প্রধানমন্ত্রী মন কি বাত শুনলেন। এদিন বগটুই গ্রামেই স্বজনহারারা মিহিলাল সেখের বাড়িতে প্রধান মন্ত্রী মন কি বাদ শোনার জন্য আয়োজন করা হয়।

এখানে বগটুই এর স্বজনহারারা,প্রতিবেশিরা সহ উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রব সাহা, রেশ্মি দে সহ বিজেপির জেলা ও মন্ডল নেতৃত্ব।

মিহিলাল সেখ বাণীউল সেখ সহ স্বজনহারা দের পাশে বিজেপির নের্তৃত্বরা বসে মন কি বাদ শোনেন।

গত ২১ মার্চ রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বগটুই গ্রামের গনহত্যার বর্ষ পূর্তি উপলক্ষে এসে নিহতদের স্মরণসভা অনুষ্ঠানে যোগদান করেন।

সেদিনই রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় স্বজনহারাদের পরিবারে সমবেদনা জানাতে গেলে বিধায়ক কে তাদের বাড়িতে ঢুকতে বাধা দেন বানিরুলে সেখের বাড়ীর লোকজন। তারপরেই শুভেন্দু অধিকারীর কলকাতার দফতরে গিয়ে দেখা করেন মিহিলাল সেখ সহ বেশ কয়েকজন। সেখান থেকে বগটুই গ্রামে ফিরে এসে ফের আশীষ বন্দ্যোপাধ্যায়ের প্রতি সরব হন মিহিলাল। গতকাল সংবাদ মাধ্যমের সামনে মিহিলাল বলেন ভাদু সেখ ও তাঁর সাঙ্গপাঙ্গরা আশীষ বন্দ্যোপাধ্যায়ের সোনার ডিম পাড়া হাঁস। তারজন্যই দলের ক্ষতি হচ্ছে। এই মন্তব্যের পর আজ ফের মিহিলালের বাড়ির উঠানে টিভি সেট করিয়ে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের অনুষ্ঠান হওয়ায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Birbhum

Mar 26 2023, 13:25

*শনিবার রাত্রিতে রক্ষা কালী পূজা হল ধুমধাম সহকারে,রাজনগর এলাকায়*

বীরভূম:- বীরভূমের রাজনগর ব্লকের তাঁতীপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়াসিয়া গ্রামের গ্রামবাসীদের উদ্যোগে শনিবার রাত্রিতে রক্ষা কালী পূজা অনুষ্ঠিত হয় মহা ধুমধাম সহকারে।গ্রামবাসীদের মঙ্গল কামনার ব্রতকে সামনে রেখে এধরনের আয়োজন বলে জানা যায়। পড়াশিয়া গ্রামের রক্ষা কালী পূজো এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল।

পুজোকে কেন্দ্র করে গ্রামে বসে মেলা। মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে শনিবার সকালে গ্রামের মহিলারা ও গ্রামবাসীরা সমবেতভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ১০৮ টি পূর্ণ কলসি নিয়ে বক্কেশ্বর শ্বেত গঙ্গার জল নিয়ে আসেন এবং সন্ধ্যায় বাদ্যযন্ত্র সহকারে তাতিপাড়া থেকে রক্ষা কালী প্রতিমা নিয়ে যাওয়া হয় পড়াশিয়া গ্রামে। সারা রাত্রি ধরে চলে নিয়মনিষ্ঠা ও ভক্তি সহকারে রক্ষা কালীপুজো। স্বভাবতই গ্রামের রক্ষা কালী পুজোকে কেন্দ্র করে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

Birbhum

Mar 25 2023, 18:48

*দিদির সুরক্ষা কবচ প্রকল্পে দিদির দূত হিসেবে দেবু টুডু খয়রাশোল এলাকা ঘুরলেন*


বীরভূম:- তৃনমূূল কংগ্রেস সুপ্রীমো মমতা বন্দোপাধ্যায়ের ঘোষনা মতো রাজ্যজুড়ে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ প্রকল্পে দিদির দূত কর্মসুচী।আজ শনিবার বীরভূম জেলার খয়রাশোল গ্রাম পঞ্চায়েত এলাকার কর্মসুচীতে তৃনমূূল মুখপাত্র তথা রাজ্য আদিবাসী সেলের সভাপতি দেবু টুডু ঘুরে গেলেন।এদিন প্রথমেই খয়রাশোল থানার ময়নাডালের মহাপ্রভুকে ভোগ নিবেদন, প্রসাদ বিতরন করেন। এরপর দলীয় নেতা কর্মীদের নিয়ে স্থানীয় এলাকার ময়নাডাল,গোপালপুর, পানশিউড়ী,খয়রাশোল, লাউবেড়িয়া প্রভৃতি গ্রামের দরজায় দরজায় গিয়ে সাধারন মানুষদের সাথে কথা বললেন এবং তাদের অভাব অভিযোগের কথা শুনলেন।

এলাকাবাসীরা পানীয় জল,আবাস যোজনার ঘর,রেশনের চাল ইত্যাদি নিয়ে দেবু টুডুর সাথে কথা বললেন ।তাছাড়াও গোপালপুর হাই স্কুলের বাউন্ডারি ওয়াল,খেলার মাঠ,সাইকেল রাখবার সেডের জন্য আবেদন জানান। পাশাপাশি বিদ্যালয়ের মিড ডে মিল সম্পর্কে বিষদে খবরাখবর নেন।গোপালপুর প্রাইমারী স্কুলে বাচ্চাদের সাথে কথা বলেন এবং কচিকাঁচাদের হাতে চকলেট তুলে দেন।পানশিউড়ী গ্রামে দুপুরে খাবার সারেন পরে খয়রাশোল গ্রাম পঞ্চায়েতে এসে সদস্য সদস্যাদের তাদের দায়িত্ব সম্বন্ধে অবগত করেন।

পরবর্তীতে খয়রাশোল দরবরে কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি সভায় সামিল হন।উপস্থিত ছিলেন রাজ্য তৃনমূলের মুখপাত্র দেবু টুডু,প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র বাউরী,খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। এছাড়াও ছিলেন খয়রাশোল অঞ্চল তৃনমূলের সভাপতি সপ্তম গোপ এবং তৃনমূলের কর্মী সমর্থকেরা।

Birbhum

Mar 25 2023, 13:57

*তিনটি আগ্নেয়াস্ত্র,২১ টি কার্তুজ ও বোমা তৈরির মশলা সহ ধৃত-১*

বীরভূম:- বীরভূম জেলা জুড়ে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে বোমা বা বোমা তৈরির মশলা,আগ্নেয়াস্ত্র,কার্তুজ।অনুরূপ শনিবার ফের তিনটি আগ্নেয়াস্ত্র, ২১ টি কার্তুজ ও কিছু বোমা তৈরির মশলা উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ।

বিবরণে প্রকাশ,বীরভূম জেলার মল্লারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর স্থানীয় থানার জবুনী গ্রাম থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ২১ টি কার্তুজ ও বোমা তৈরির মশলা উদ্ধার করে।এই ঘটনায় রমজান শেখ নামে এক যুবককে গ্রেফতার ও করে মল্লারপুর থানার পুলিশ।শনিবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হবে বলে জানা যায়।

Birbhum

Mar 24 2023, 20:43

*বিধায়কের কুমন্তব্যের কারণে অঞ্চল সভাপতির পদত্যাগ বলে দাবি, বীরভূমে*


বীরভূম:- গরু পাচার মামলার অভিযোগে বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল তিহার জেল হেফাজতে। জেলার সংগঠন নিয়ে দেখা দিচ্ছে নানান কথার বিতর্ক বা উঠে আসছে বিতর্কিত মন্তব্য।অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে তাঁর জায়গায় চার সদস্যের কমিটি গঠন করে জেলার সাংগঠনিক কাজকর্ম দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়। পরে জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী চার সদস্যের স্থানে সাত সদস্যের কমিটি গঠন করে দেন দলকে শক্তিশালী করার লক্ষ্যে।

এমনকি তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তিনি নিজেই বীরভূম জেলার দায়িত্ব সামলাবেন, সাথে থাকবেন ফিরহাদ হাকিম। সেই কোর কমিটি মানিনা বলে তৃনমূল নেতার স্যোশাল মিডিয়ায় পোস্ট ঘিরে শুরু হয় গোষ্ঠী দ্বন্দ্বের জল্পনা। সেই জের না মিটতেই এবার নলহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এর সাথে সংঘাতে জড়িয়ে পড়েন উক্ত বিধানসভা কেন্দ্রের বাউটিয়া অঞ্চল তৃনমূল সভাপতি।

জানা যায় নলহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং এর কুমন্তব্যের জেরে বাউটিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি মৃগাঙ্ক মন্ডল নলহাটি এক নম্বর ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতির কাছে অঞ্চল সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন। যদিও বাউটিয়া অঞ্চল সভাপতি পারিবারিক তথা ছেলের চিকিৎসা বা অপারেশন জনিত কারণে অঞ্চল সভাপতির পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেন। কিন্তু স্থানীয় বিধায়কের কূমন্তব্যের কারণে অঞ্চল সভাপতির পদ সহ তৃনমূল কংগ্রেস থেকে ও পদত্যাগের কথা ঘোষণা করেন মৃগাঙ্ক মন্ডল।

তৃনমূল নেতৃত্বের দাবি ২০২১ সালে দল থেকে বহিষ্কার করা হয়েছে । এর প্রেক্ষিতে পাল্টা বক্তব্য যদি বিধায়কদের কথা মোতাবেক ধরা হয় ২০২১ সালে পদ থেকে বরখাস্ত করা হয়েছে, তাহলে কোন লিখিত চিঠি দেখাতে পারবেন? তাছাড়া বিধায়কের সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার কি আছে সেটা ব্লক সভাপতি সিদ্ধান্ত নিবেন। দলের মধ্যে গুঞ্জন মৃগাঙ্ক মন্ডল বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছিলেন।

Birbhum

Mar 24 2023, 18:00

*তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএম দলে যোগদান, ময়ূরেশ্বর এলাকায়*


বীরভূম:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে পরিবর্তন তত লক্ষ্য করা যাচ্ছে। অনুরূপ বীরভূমের ময়ূরেশ্বর-১ নম্বর ব্লকের ডাবুক অঞ্চলের সাধ্যাহাট গ্রামের ৩০টি পরিবারের যুবরা তৃনমুল ছেড়ে সিপিআইএমের পতাকা ধরলেন। উনাদের হাতে পতাকা তুলে দেন সিপিআইএম জেলা নেতৃত্ব অরূপ বাগ। উপস্থিত ছিলেন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক তমাল চন্দ্র দে, শ্রীমন্ত মুখার্জ্জী, প্রসাদ দাই, আশীষ মন্ডল, শাখা সম্পাদক বদন বায়েন প্রমূখ।

এদিন পথ সভায় অরূপ বাগ ও তমাল চন্দ্র দে তৃনমূল কংগ্রেস ছেড়ে আসা সকলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন শিশির সাহা।সিপিআইএম নেতৃত্ব বলেন তৃনমূল কংগ্রেস ও বিজেপি এই দুই অপশক্তিকে হাঁটিয়ে সিপিআইএম কে আনতে যুবারা বদ্ধপরিকর। সেই সমস্ত যুব সমাজের উৎসাহ উদ্দীপনা দেখে তাদের হাতে লালঝান্ডা তুলে দেওয়া হয়।

Birbhum

Mar 24 2023, 10:33

*বীরভূমের পাথরচাপড়িতে শুক্রবার মেলার শুভ উদ্বোধন হবে সরকারি উদ্যোগে*


বীরভূম:- আজ ২৪ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে বীরভূমের দ্বিতীয় বৃহত্তম “পাথরচাপুড়ী মেলা-২০২৩ “। দুপুর দুটোয় রয়েছে সরকারি ভাবে উদ্বোধনী অনুষ্ঠান।উল্লেখ্য করোনা আবহে বছর দুয়েক তেমনভাবে মেলা হয়নি। এবার সরকারি নিয়ন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিনের মেলা।

সম্প্রীতির এই মিলনমেলায় মিলিত হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু ধর্মপ্রাণ মানুষ। বীরভূমের সিউড়ি-রাজনগর রাস্তার উপর “পাথরচাপুড়ি গ্রাম”। আর এখানেই বিরাজমান হজরত “দাতা মেহবুব শাহ ওয়ালীর মাজার শরীফ”। সাধারণ মানুষের কাছে তিনি “দাতাবাবা” নামেই সর্বাধিক পরিচিত। তিনি ছিলেন একজন সুফি সাধক। আজ থেকে ১৩১ বছর পূর্বে ১২৯৮ বঙ্গাব্দের ৯ চৈত্র এই সুফি সাধক দেহত্যাগ করেন।
ওই দিনটিকে স্মরণীয় করতে তাঁর তিরোধান দিবস উপলক্ষে এবং মাজার শরীফ ঘিরে অনুষ্ঠিত হয় মেলা”। মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে ছুটে এসেছেন দেশ-বিদেশের অগণিত পুণ্যার্থীরা।

Birbhum

Mar 23 2023, 19:38

*দুয়ারে ডাক্তার প্রকল্পের শিবির এবার বীরভূমে*


সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় গ্রামীন মানুষদের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে ঘোষিত হয়েছে দুয়ারে ডাক্তার প্রকল্প।উল্লেখ্য ইতিপূর্বে দুয়ারে রেশন, দুয়ারে সরকার কর্মসূচি চালু করে রাজ্য সরকার।এটি ও একটি রাজ্য সরকারের সামাজিক প্রয়াশ বলে অনুরূপ আজ বৃহস্পতিবার বীরভূম জেলার  রামপুরহাট এক নম্বর ব্লকের মাশরা গ্রাম পঞ্চায়েতের নিরীষা গ্রামের প্রাইমারি স্কুলে এই শিবির অনুষ্ঠিত হয়।


শিবিরে চক্ষু রোগ, শিশুরোগ, ই সি জি,চর্মরোগ,অর্থ,কফ পরীক্ষা, প্রেসার,সুগার সহ নানান রোগের চিকিৎসা পরিষেবা দেন  রামপুরহাট গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা।

Birbhum

Mar 22 2023, 16:27

*আগত রমজান মাস উপলক্ষে রক্তদান শিবির, ইসলামপুরে*


বীরভূম:- দিন কয়েক পরেই শুরু হবে মাহে রমজান।এবার রমজান মাস শুরু হোক রক্তদান শিবিরের মাধ্যমে, এই অঙ্গীকার নিয়ে বীরভূম জেলার দুবরাজপুরের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা তাদের সংস্থার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দুবরাজপুর শহরের ইসলামপুর থ্রী স্টার ক্লাবের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্থানীয় ক্লাব অঙ্গনে।

মহিলা ও পুরুষ মিলে শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।শিবিরে আগত স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান তথা থ্রী স্টার ক্লাবের সভাপতি মির্জা সৌকত আলী, কোষাধ্যক্ষ সেখ হান্নান সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, জেলার হাসপাতাল গুলোতে রক্তের সঙ্কট মোচন তথা গ্রীষ্মকালে রক্ত সংকট দূরীকরণে এক প্রয়াশ বলে উদ্যোক্তাদের মধ্যে জানা যায়।

Birbhum

Mar 22 2023, 14:14

*বিশ্ব জলদিবস পালন, বীরভূমের খয়রাশোলে*


বীরভূম:- আজ ২২শে মার্চ, বিশ্ব জল দিবস। সমগ্র পৃথিবী জুড়ে জলের গুরুত্বের কথা প্রচার করা, জল অপচয় রোধ, জল সংরক্ষণ, জলের সঠিক ব্যবহার এবং জল বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে United Nations-র উদ্যোগে প্রতি বছর এই দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয়। ২০২৩ সালের বিশ্ব জল দিবসের মূল ভাবনা হল -" জল ও স্বাস্থ্যবিধান সমস্যার সমাধানে পরিবর্তন ত্বরান্বিত করা"।
  

  বিশ্ব জল দিবসের বিশেষ দিনে পৃথিবীব্যাপী জল সংকটের মুহূর্তে এলাকায় জল সচেতনতা বৃদ্ধির জন্য আজ JJM বীরভূম ISA টিমের উদ্যোগে কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে জলের অপচয় রোধ, জল সংরক্ষণ, বৃষ্টির জল ও ধূসর জলের পুনর্ব্যবহার, ভৌম জলের স্তর বৃদ্ধি সহ নানা বিষয় নিয়ে একটি পদযাত্রা বের হয়। পাশাপাশি পড়ুয়াদের নিয়ে জল বিষয়ক কবিতা, স্লোগান লেখা এবং  ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের SMC-র সভাপতি উত্তম গায়েন, ISA টিমের BPM সেখ আব্বাসউদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ, কেন্দগড়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান গনেশ আচার্য্য ও অন্যান্য শিক্ষক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।